বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
Led02আদালত

সাবেক প্যানেল মেয়র মতির ৩ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর

লাইভ নারায়ণগঞ্জ: সদর ও সিদ্ধিরগঞ্জের ৩টি মামলায় সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ৩টি মামলার প্রথক আদালতে শুনানী শেষে এ রায় ঘোষনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুম উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

RSS
Follow by Email