সাবেক নেতার স্মরণ সভায় সাইদুর ‘আরিফুল-সৌভিকের আদর্শে অনুপ্রাণিত’
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম এবং সাবেক নেতা সৌভিক করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ সভার আয়োজন করেছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ শুক্রবার (৭ নভেম্বর) তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন।
সভায় সভাপতি সাইদুর রহমান বলেন, “আরিফুল ইসলাম ও সৌভিক করিম আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মুক্তিকামী রাজনীতির জন্য জীবন উৎসর্গ করতে হয়। তাদের মৃত্যু শুধুমাত্র সড়ক দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রের অবহেলার কারণে সংঘটিত কাঠামোগত হত্যাকাণ্ড।”
তিনি এই অব্যবস্থার তীব্র নিন্দা জানান এবং রাষ্ট্রের দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সাইদুর রহমান আরও বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন খেটে খাওয়া নিপীড়িত মানুষের মুক্তির লড়াইয়ের সংগঠন। আমরা সেই লড়াইয়ের ধারক-বাহক হিসেবে আরিফুল ও সৌভিকের আদর্শে অনুপ্রাণিত। তাদের অসমাপ্ত সংগ্রামকে আমরা বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো।”
স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক অপুর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার সম্পাদক শেখ সাদি, যুগ্ম সম্পাদক তাহমিদ আনোয়ার, কদম রসুল কলেজ শাখার আহ্বায়ক শিপন ইসলাম সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
