রবিবার, মার্চ ৩০, ২০২৫
Led01ফতুল্লা

সাবেক চেয়ারম্যান জাকির’র ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড, ‘শত কোটির’ ক্ষতির দাবি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৬টি ইউনিটে চেষ্টায় প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৩টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৫টি ইউনিটে প্রায় ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অগ্নিকান্ডের সূত্রপাত প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক ৫ কোটি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত সাপেক্ষ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে মন্তব্য করেন তাঁরা।

ফায়র সার্ভিস সূত্রে জানা যায়, প্রিন্টিং মেশিন-১টি,ড্রাই লেমিনেশন মেশিন-১টি,কাটিং মেশিন-১টি,পাঞ্চ মেকিং মেশিন-২টি,রং বিভিন্ন ধরনের কেমিক্যাল বয়লার ও ‘র মেটেরিয়াল ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছে, বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকায়আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক শতাধিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আমরা বিকাল ৪টায় খবর পেয়ে ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমাদের ফায়ার সার্ভিসের ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৬টি ইউনিটে চেষ্টায় প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

RSS
Follow by Email