বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Led01Led02Led03রাজনীতি

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

লাইভ নারায়ণগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁর আবেদনের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্র অনুসারে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাঁর আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

RSS
Follow by Email