শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

সাবেক এমপি এস এম আকরামকে আলীনগরে নিজ গ্রামে দাফন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর থানা পুকুরপাড় জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে আলীনগরে মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজ শেষে আলীনগর কবরস্থানে এস.এম. আকরামের মৃতদেহ দাফন করা হয়।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস.এম. আকরাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

মরহুমের নামাজের জানাযা অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাছুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ, আলীনগর এলাকার সমাজ সেবক হাজী হামিদুল্লাহ মেম্বার, ইব্রাহিম কাশেমসহ সর্বদলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, এস এম আকরাম জীবদ্দশায় ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-০৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।

RSS
Follow by Email