সাধুনাগ মহাশয় আশ্রমের নবগঠিত কমিটির পুনর্মিলনী অনুষ্ঠিত, মনোসা পূজা কমিটিও গঠিত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান সাধুনাগ মহাশয় আশ্রমের নবগঠিত কমিটির পুনর্মিলনী সভা গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি আশ্রমকে দেশ-বিদেশের পূর্ণার্থীদের মিলনমেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে।
নবগঠিত কমিটির সভাপতি ননী গোপাল সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্যের সঞ্চালনায় পুনর্মিলনী সভাটি আয়োজিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ভবানী শংকর রায়, মানস দাস ও সত্যজিত ভৌমিক টুটুল সভায় বক্তব্য রাখেন। বক্তারা সাধুনাগ মহাশয় আশ্রমের তাৎপর্য তুলে ধরেন। তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আশ্রমকে দেশ-বিদেশের পূর্ণার্থীদের মিলনমেলায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম প্রকাশ করা হয়। উপস্থিত সকলেই করতালি দিয়ে কমিটিকে স্বাগত জানান।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা: সভাপতি: ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক: তারাপদ আচার্য্য, সহ-সভাপতিগণ: শংকর সাহা, মানস দাস, সুজন সাহা, শ্যামল সাহা, বিপ্লব সাহা, সমীর কর্মকার, কাজল দত্ত, বাবুল সাহা, গোপাল সাহা, সহ-সাধারণ সম্পাদকগণ: বিষ্ণুপদ সাহা, সঞ্জিত সাহা, প্রদীপ ঘোষ মরন, অ্যাড. রাজিব মন্ডল, কানাই সাহা, সঞ্জিত পোদ্দার, সাংগঠনিক সম্পাদক: লিটন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক: আনন্দ সারোগী, অর্থ সম্পাদক: সত্যজিত ভৌমিক টুটুল, সহ-অর্থ সম্পাদক: সঞ্জয় রায়, প্রচার সম্পাদক: অনির্বান মুখার্জী, সহ-প্রচার সম্পাদক: তাপস রুদ্র, দপ্তর সম্পাদক: গোবিন্দ ঘোষ, সহ-দপ্তর সম্পাদক: নারায়ণ চন্দ্র চন্দ, আইন বিষয়ক সম্পাদক: অ্যাড. রতন কুমার সরকার, সমাজ সেবা সম্পাদক: প্রভাস সাহা, সাংস্কৃতিক সম্পাদক: সুমন সাহা, মহিলা সম্পাদিকা: পূরবী মজুমদার
সদস্যবৃন্দ: কমলেষ সাহা, বিপুল কান্তি সাহা, সৌরভ সাহা অভি, স্বপন গোপ, নবনিত সাহা, প্রদীপ কুমার দন্ড, নির্মল দে, প্রদীপ নন্দি, হিমাদ্রী সাহা, বিশ্বজিৎ সাহা, তাপস সাহা, প্রনব কৃষ্ণ রায়, পাপ্পু ভট্টাচার্য্য, রনবির সাহা, রাজীব রায়, সত্যজিত পাল, দীলিপ মন্ডল, অ্যাড. ইন্দ্রজিত দিপক, শ্যামল দত্ত, অভয় রায়, নয়ন সাহা, অ্যাড. রঞ্জিত, সুজন দাস, খোকন সাহা, কার্তিক ঘোষ, প্রদীপ সরকার, রতন সাহা, সুব্রত কুমার সাহা, তপন গোপ, রঞ্জিত মন্ডল, প্রবীর বোস মনা, নির্মল সাহা, রিপন পোদ্দার, গৌতম কুমার সাহা, হরিপদ বিশ্বাস, বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ রায়, অজয় পোদ্দার, তপু বিশ্বাস, শিব শংকর মোদক, জয়দেব সাহা, বিশ্বজিৎ রায়, রতন সাহা, খোকন সাহা, চন্দন পাল, অমল মন্ডল (অমর), রতন সাহা, শিবু দাস, খোকন সাহা, রিপন দাস, রতন সাহা, রিপন সাহা, অন্তু রায়, জয় চৌধুরী, লিটন চন্দ্র সাহা, অজিত দে, রাজু ঘোষ, সুজিত হালদার, প্রাণ বল্লভ দাস, ছোটন পাল, অর্জুন দাস, নুপুর দাস, অয়ন কর্মকার, অপু মন্ডল, প্রণয় চন্দ, স্বরূপ সাহা, কিশোর সাহা, জয় সাহা, নয়ন কর্মকার, নিরব সাহা, অন্তু সাহা, গৌরাঙ্গ মোদক, লিটন বনিক, অভিষেক সাহা, শ্যামল শীল, সঞ্জয় ঘোষ, উত্তম দাস, রিপন দাস।
উপদেষ্টা পরিষদ: স্বামী দেবধ্যানানন্দজী মহারাজ, স্বামী একনাথানন্দজী মহারাজ, বাসুদেব চক্রবর্তী, সরোজ সাহা, পরিতোষ কান্তি সাহা, প্রবীর সাহা, অমল পোদ্দার, অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক, অধ্যাপক গোপিনাথ দত্ত, তপন সাহা, নারায়ণ চন্দ্র দেব, গোপাল মিত্র, অসিত বরণ বিশ্বাস, ভবানী শংকর রায়, শঙ্কর কুমার দে, জয় কে রায় চৌধুরী বাপ্পি, নারায়ণ সাহা, প্রদীপ সরকার, ভজন মন্ডল, অ্যাড. শ্যামল বিশ্বাস।
এছাড়াও, এই সভায় আসন্ন শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে গোবিন্দ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।