বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সাদিপুরে নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সাদিপুর ইউনিয়নের ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে ‘নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে ওই অভিযোগ উঠে।

এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট কক্ষে কোন ভোটার নেই। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই কয়েকজন এসে ভোট প্রদান করা শুরু করে। বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় দেখা যায়, একটি ভোট কক্ষে অবস্থান করছেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই সময়ে পাশের কক্ষে হাতে টাকা গুণছেন প্রিজাইডিং অফিসাররা। গণমাধ্যম কর্মীরা এ দৃশ্য ভিডিও ধারণ করার চেষ্টা করলে নৌকা প্রতীকের সমর্থকরা ও পুলিশ বাধা দেয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রে নয়াপুর, বেইলর ও বড়ইবাড়ী এলাকার ভোটার রয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৯৫ জন। পুরুষ ভোটার ১ হাজার ৭৩০ জন, মহিলা ভোটার ১ হাজার ৬৬৫ জন।

RSS
Follow by Email