শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Led01Led02সিদ্ধিরগঞ্জ

সাত খুনের বিচারের রায় কার্যকরের দাবিতে স্বজনদের মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় আলোচিত সাত খুনের মামলায় উচ্চ আদালতের দেওয়া রায় কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহতদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের সহধর্মিনী সেলিনা ইসলাম বিউটি, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়ের, নুর মোহাম্মদসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা

অবিলম্বে উচ্চ আদালতের রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন, নিহতদের পরিবার দীর্ঘ দিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে, এবং তাদের আশা উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালে নারায়ণগঞ্জ আদালত ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। উচ্চ আদালত ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও, ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকী ৯ জনের কারাদণ্ডও বহাল রাখা হয়। তবে, মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা একযোগে দাবি করেন, আমরা চাই দ্রুত রায় কার্যকর হোক এবং এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হোক।

RSS
Follow by Email