মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led02Led03আদালত

সাত খুনের আপিল বিভাগে শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী সাত খুন মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ স্থগিত করলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই মামলার শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেন।

এই মামলার রায় এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয় এবং তিন দিন পর তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্ত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে করা আপিলে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে অন্যতম হলেন নূর হোসেন, লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন এবং লে. কমান্ডার (অব.) মাসুদ রানা। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

RSS
Follow by Email