শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Led05বন্দর

সাজা এড়াতে গা ঢাকা, ধামগড়ে ধরা পড়লেন পলাতক বিল্লাল

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার মতিঝিল থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা আসামি বিল্লাল হোসেন (২৪) অবশেষে ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ধামগড় ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ইলিয়াস ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মতিঝিল থানার ২৭(১)১৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার বাসিন্দা। তিনি জামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা চলমান ছিল এবং আদালত থেকে সাজা ঘোষণার পরও সে আত্মগোপনে চলে যায়।
ধামগড় ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং গোপন তথ্যের ভিত্তিতেই অভিযানে সফলতা এসেছে।
RSS
Follow by Email