শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led02আদালতজেলাজুড়ে

সাখাওয়াত হোসেন ও আনোয়ার প্রধানের জামিন মঞ্জুর

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার পৃথক দশটি মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করা হয়। সাথে সদর ও ফতুল্লা থানার পৃথক তিনটি মামলায় জামিন পেযেছেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

শুক্রবার (১৯ জানুয়ারি) লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।

তিনি জানান, ফতুল্লা থানায় দায়েরকৃত ৪টি, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ৩টি, বন্দর থানায় দায়েরকৃত ২টি ও নারায়ণগঞ্জ সদর থানায় দায়েরকৃত ১টি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলাম। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করি। শুনানি শেষে এসব মামলায় স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। কেন্দ্র থেকে আমাদের যে যে নির্দেশনা আসছে আমরা সেই ভাবেই কর্মসূচি করছি এবং আগামীতেও কেন্দীয় নির্দেশনা পালন করবো।

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, সদর এবং ফতুল্লা থানার ৩ টি পৃথক মামলা ছিলো। আমরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে জামিনের আবেদর করায় আদালত স্থায়ী জামিন মঞ্জুর করেন।

RSS
Follow by Email