শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে না.গঞ্জ মহানগর বিএনপির বিজয় র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসম্বের) সকাল ১০টায় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে বিজয় র‌্যালি বের হয়। জাতীয় পতাকা, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালিটি মিশনপাড়া হুসিয়ারী সমিতির সামনে থেকে বের হয়। ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ স্লোগানে নেতাকর্মীরা সলিমুল্লাহ সড়ক থেকে, বঙ্গবন্ধু সড়কের দিকে যান। পরবর্তীতে চাষাড়ায় বিজয় স্তম্ভের সামনে এসে র‌্যালিটি শেষ হয়। এসময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় স্তম্ভে পুষপ স্তবক অর্পণ করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধানসহ অনেকে।

RSS
Follow by Email