বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

সাখাওয়াতের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক

# সন্তানের কাছে পিতা-মাতার মৃত্যু অত্যন্ত কষ্টের: অধ্যাপক মামুন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোল্লা মো. সাখাওয়াত হোসেন এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। রবিবার (১৫ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

এর আগে, রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কদমতলী নিবাসী মরহুম হাজী ইউনুস হোসেনের সহধর্মিণী জনাবা সাহারুন্নেছা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আল্লাহ তায়ালার জন্ম-মৃত্যুর বিধান অনুসারে সবাইকেই যথাসময়ে মৃত্যুবরণ করতে হবে, তথাপি সন্তানের কাছে পিতা-মাতার মৃত্যু অত্যন্ত কষ্টের। আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহ-যোদ্ধা মোল্লা মো. সাখাওয়াত হোসেন এর মায়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা মোল্লা সাখাওয়াত এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করুন এবং মরহুমাকে বেহেশত নসিব করুন।

RSS
Follow by Email