বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
Led04আদালত

সাখাওয়াত-টিপুর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ সংবাদ প্রকাশের দাবি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ বার ইউনিট।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে আইনজীবীরা তীব্র বিক্ষোভ ও মানববন্ধন করেন।

বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, সাখাওয়াত ও টিপু উভয়ই বারের অত্যন্ত জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব। তাঁদের বিরুদ্ধে প্রকাশিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইনজীবীরা অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ তাদের রাজনৈতিক ভাবমূর্তি ও আইনি পেশার মর্যাদাকে আঘাত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

বিক্ষোভকারীরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, আইনের শাসন প্রতিষ্ঠায় যারা বাধা দিতে চায়, তাদের প্ররোচনাতেই এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. জাকির হোসেন এবং সদস্য সচিব এড. কাজী আঃ গাফফারের নেতৃত্বে আইনজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি গণমাধ্যমে এই ধরনের মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ অব্যাহত থাকে, তবে তারা সম্মিলিতভাবে সেই সংবাদমাধ্যম বা কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের একটি বিশাল অংশ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email