মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
Led03ফতুল্লা

সাইনবোর্ড মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম সড়ক সংযোগস্থল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড় যেন ফুটপাত দখলের এক স্থায়ী চক্রে আটকা পড়েছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরপরই শত শত ভাসমান দোকান নিয়ে ফের হাজির হচ্ছেন তারা। এই অরাজকতায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে ছিনতাই-চুরির মতো অপরাধ।

এই ধারাবাহিকতায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) আদেশক্রমে ম্যাজিস্ট্রেট রাশেদ খান মোবাইল কোর্ট টিম নিয়ে সাইনবোর্ড মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

প্রায় দশ দিন আগেও এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানের সময় দোকানদারদের নামমাত্র সামান্য জরিমানা করেন এবং সতর্ক করে বলেন, তারা যেন পুনরায় ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান না বসায়।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান দখলদারদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান বসাবেন না। আপনাদের কারণে লোকজনের জ্যাম তৈরি হয়, যার কারণে ছিনতাই ও চুরি বেড়ে যায়। আপনারা জনগণের বা যাত্রীদের ক্ষতি করবেন না।”

এখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লার দিকে আসা-যাওয়া করেন। তবে ফুটপাত দখল হয়ে যাওয়ায় এখানে কোনো সুশৃঙ্খল পরিবেশ নেই।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট টিম বিভিন্ন লটকানো ব্যানার, ফেস্টুনসহ অবৈধ দোকানপাটের কিছু মালামাল জব্দ করে। তবে স্থানীয়দের বক্তব্য, ম্যাজিস্ট্রেট সরে গেলেই এক ঘণ্টার মধ্যে ফের দোকান বসে যাওয়াই যেন এই এলাকার অলিখিত নিয়মে পরিণত হয়েছে।

RSS
Follow by Email