সাইনবোর্ডে শব্দদূষণ বিরোধী অভিযান, ৫টি যানবাহনকে জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (১২ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া এই সময় প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণকারী যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ১৮(২) মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণকারী ৫টি যানবাহন থেকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।