সাইনবোর্ডে যুবক আটক, ইয়াবা ট্যাবলেট উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক যুবককে আটক করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. সোহেল (৩০)। সে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়াটার রোড, রফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ধনু মিয়ার ছেলে। এ ঘটনায় শুক্রবার ()২৯ নভেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিক করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
তিনি বলেন, ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবাসহ মো. সোহেলকে, গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে, বৃহস্পতিবার রাদে ফতুল্লা মডেল থানা সীমান্তের সাইনবোর্ড শান্তিধারা ১নং রোডস্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে, রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।