সাইনবোর্ডে মহাসড়কে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোহন মিয়া (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনা ঘটে।
নিহত পথচারী হলেন, চট্টগ্রামের বাহারতলী থানার আমতলী এলাকার মোহাব্বত আলীর ছেলে মোহন মিয়া।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক মোহন মিয়াকে চাপা দেয়। এরপর পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহন মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান