মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led04সদর

সাইদকে মারধর বা বেকু দিয়ে দোকান ভাংচুর কোনটাই ঠিক না: শওকত হাসেম শকু

লাইভ নারায়ণগঞ্জ: ‘সাইদের উপর যে হামলাটা হয়েছে সেটাও ঠিক না এবং বেকু দিয়ে রানিং দোকান ভেঙে দিলো এটাও ঠিক না’ বলে মন্তব্য করেছেন এনসিসির ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। সোমবার (৭ জুলাই) সকালে চাষাড়ার বাগে জান্নাত মসজিদ সংলগ্ন এটেল মাটি হোটেলে বেকু দিয়ে উচ্ছেদের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের হাতাহাতির বিষয়ে এ মন্তব্য করেন সাবেক কাউন্সিলর শকু।

তিনি বলেন, ঘটনার সময় আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে খবর পাই সিটি কর্পোরেশনের পৌর মার্কেটে বেকু নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আমি সাথে সাথে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করি। তারা আমাকে জানায় সেখানে তারা বেকুবা বা কোন টিম পাঠায়নি। এরপর আমি নিজে ঘটনা্স্থলে যাই। সেখানে গিয়ে দেখলাম একটি দোকান সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সাঈদ আমার পূর্ব পরিচিত, তার সাথে আমার ভালো সম্পর্ক। তবে সে কেন এরকম একটা বেআইনি কাজ কেন করলো সেটা আমার বোধগম্য নয়। লাজ ফার্মা থেকে বাগে জান্নাত মসজিদ, এবং পিছনের স্কুল সবগুলো সিটি কর্পোরেশনের জমি। আমি ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং চারবারের জনপ্রতিনিধি, এই বিষয়টা আমার জানা আছে। একজন ব্যক্তি কোন প্রশাসন বা পুলিশ ছাড়াই একটি রানিং দোকানের মধ্যে বেকু চালিয়ে দিল এটা কি করে হতে পারে। জমির বিষয়ে আমি সাঈদকে তার মালিকানা কথা জিজ্ঞেস করেছি, এই জমির মালিকানা সে হলে এতদিন সিটি কর্পোরেশন কেন ভাড়া তুলছে। এই মার্কেট, জমি ও এই দোকান পূর্বের পশ্চিমের সম্পূর্ণ সিটি কর্পোরেশনের। যে ভদ্রলোক ওনাকে পাওয়ার অফ এটর্নি দিয়েছে সে ভদ্রলোকের জমি সেই জায়গাতেই আছে, সেখানে তো কেউ যায়নি। সাঈদ বলছে আমার এখানে রাস্তা প্রয়োজন, কিন্তু তার রাস্তা প্রয়োজন হলে একটি রানিং দোকানকে সে ভেঙে দিতে পারে? ঘটনাস্থলনের সাংবাদিকরা ছিল, তারা সাইদের কাছে কাগজপত্র চেয়েছিল কিন্তু সে তখন দেখাতে পারেনি। কিন্তু বিপরীতে দোকান ও দোকান দেখাশোনা করা লোকজন সিটি কর্পোরেশনের প্রদত্ত ভাড়ার রিসেট এবং সকল কাগজপত্র দেখিয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় আছে। এ সময়ে সে এসে একটি দোকানে বেকু লাগিয়ে দিল এবং মনে করলো জায়গা উচ্ছেদ হয়ে গেছে, এই জমি এখন তার এটা তো হতে পারে না। ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আহত হয়। সেটা দেখে রানা একটু উত্তেজিত হয়ে যায়। নিজের দলের কর্মী আহত হয়েছে এটা দেখে একটু উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। তবে ঘটনাটা যে এ পর্যায়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। আমরা কখনো দেখিনি সিটি কর্পোরেশনের কোন জায়গায় অন্য কোন কোম্পানিকে দেখভালের জন্য দেয়া হয়। এ মার্কেট হওয়ার পর ২০১২ সালে সে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে। তাহলে সেই থেকে এই ১৩ বছর পর্যন্ত সে কি করলো। এতো বছর পর কেন আসলো। কদিন আগেও দেখলাম দোকানের মধ্যে টাইলস দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। যতটুকু জানতে পেরেছি তারা আগস্টের দিকে উদ্বোধন করতেন। এটেল মাটি প্রতিষ্ঠান মালিক বলেছে যেহেতু জুলাই মাস চলছে, এই মাসে দোকান উদ্বোধন করলে খারাপ দেখা যায়। তাই আগস্ট এর প্রথম সপ্তাহের দিকে উদ্বোধন করা হবে। এর মধ্যে আজ বেকু নিয়ে গিয়ে তার প্রতিষ্ঠান বেআইনিভাবে ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে। সাইদের উপর যে হামলাটা হয়েছে সেটাও ঠিক না এবং বেকু দিয়ে রানিং দোকান ভেঙে দিলো এটাও ঠিক না।

প্রসঙ্গত, এ ঘটনায় হাতাহাতির এক পর্যায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ি গোলাম সারোয়ার সাঈদ আহত হয়। সে এখন নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

RSS
Follow by Email