সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led05আড়াইহাজার

সাইজিং মিল বন্ধের দাবিতে আড়াইহাজারে বিক্ষোভ

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সাইজিং মিলে নিষিদ্ধ জুট পোড়ানোর বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

তাদের দাবি, কারখানাটি থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট এবং চর্ম রোগে আক্রান্ত করছে। এছাড়াও কৃষকের সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দীর শত শত নারী পুরুষ জড়ো হয়ে বুধবার সকালে মিলটি বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কারখানাটির মালিক হাবিবুর রহমান। সে সাইজিং মিলে চামরা, জুতা, পলিথিন এবং বিভিন্ন প্লাষ্টিক পোড়ান।

আগুন বের হওয়ার কারণে রাতে ঘুমিয়ে থাকা মানুষের বাড়িতে আগুন লেগে যেকোনো ধরনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিক্ষোভকারীরা জানান। মিলের পাশেই দাইয়ানের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে প্রায়ই মুরগি মরে যাচ্ছে। জুট পোড়ানো বন্ধের লক্ষ্যে এলাকাবাসী চার বছর পূর্বে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি।

কোন প্রকার পরিবেশ ছাড়পত্র ছাড়াই গ্ৰামের মাঝখানে এ মিল কিভাবে চালাচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে এ মিলটি বন্ধের দাবি জানান এলাকাবাসী।

RSS
Follow by Email