রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

সাংবাদিক সেন্টুর জানাযা-দাফন সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বাদ জোহর ২নং বাবুরাইলস্থ বায়তুল ফালাহ মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।

এ সময় জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, মোস্তফা করিম, স্থায়ী সদস্য নাহিদ আজাদ, শফিউদ্দিন বিটু, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটম, মো: খালিদ হাসান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিগণ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) সন্ধ্যায় ইটালিতে মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারণে ইন্তেকাল করেছেন মতিউর রহমান সেন্টু। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য তাঁর একমাত্র পুত্র মোহাম্মদ সিয়াম রহমান গত ২৩ মার্চ নারায়ণগঞ্জের ২নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।

RSS
Follow by Email