সাংবাদিক সহিদুলের পিতার মৃত্যুতে বিপিজেএ’র শোক
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ), নারায়ণগঞ্জ জেলা কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদচর্চার ফটো সাংবাদিক মো. সহিদুল ইসলামের পিতা আব্দুল আলী সাহেব এর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তার পরিবারের সদস্যরা যাতে এ শোক কাটিয়ে উঠতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ২ টা ৩০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে মরহুম আব্দুল আলী সাহেব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি বিআইডাব্লিউটিএ এর সরকারি চাকুরী থেকে অবসর গ্রহন করে ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতিনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ফতুল্লা থানাধীন দক্ষিন শিয়াচর এলাকায় ইয়াদ আলী মসজিদে বাদ যোহর জানাজার নামাজ শেষে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।