সাংবাদিক শিপন আহমেদ ও শাওনের মায়ের মাগফিরাত কামনায় দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদ্য প্রয়াত সদস্য শিপন আহমেদ এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন-এর আম্মা মা মৌলুদা খান মজলিস-এর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সাংবাদিক ইউনিয়নের অফিসে বাদ মাগরিব এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে ইউনিয়ন কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্য, নারায়ণগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং প্রকাশকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
