বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
রাজনীতি

সাংবাদিক শিপনের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক খবরের পাতার প্রধান ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। উল্লেখ্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই দিন ভোররাতে শিপন আহমেদ ইন্তেকাল করেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন তার শোকবার্তায় বলেন, সাংবাদিক শিপন আহমেদ ছিলেন অত্যন্ত নম্র ও ভদ্র। তিনি তার অসাধারণ গুণাবলির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

সাবেক এই সাংসদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

RSS
Follow by Email