বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
রাজনীতি

সাংবাদিক শিপনের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের প্রখ্যাত ফটো সাংবাদিক ও দৈনিক খবরের পাতা-এর চীফ ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম এবং মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, “শিপন আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।”

RSS
Follow by Email