সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের গভীর শোক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ (৬৯)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।
এক শোকবার্তায় মাসুদুজ্জামান মাসুদ মরহুমাকে স্মরণ করে বলেন, “মৌলুদা খান মজলিশ ছিলেন একজন স্নেহময়ী ও প্রেরণাদায়ী মা।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরও বলেন, “আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”
মাসুদুজ্জামান মাসুদ মরহুমার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।
