সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
লাইভ নারায়ণগঞ্জ: টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এক শোকবার্তায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক আহসান সাদিক শাওন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, এই শোকাবহ সময়ে তিনি শোকাহত পরিবারের পাশে আছেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
