বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
Led05গণমাধ্যম

সাংবাদিক শাওনের মায়ের ইন্তেকালে এনইউজে ও বিএফইউজে’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চ্যানেল-২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান (৭০)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনইউজে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

দীর্ঘ একমাস রোগভোগের পর বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে মৌলুদা খান ইন্তেকাল করেন।

এনইউজে’র সভাপতি আবদুস সালাম সহ কার্যনির্বাহী কমিটি এক শোকবার্তায় জানায়, মরহুমা মৌলুদা খান একজন ধর্মপ্রাণ মহীয়সী নারী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য শোকাভিভূত। এনইউজে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে।

এদিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ অপর এক বিবৃতিতে আহসান সাদিক শাওনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মৃত্যুকালে মৌলুদা খান তাঁর স্বামী আয়কর আইনজীবী ওসমান গনি, দুই পুত্র শিবলী সাদিক ও আহসান সাদিক সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

RSS
Follow by Email