রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03গণমাধ্যমজেলাজুড়েসদর

সাংবাদিক রুহুল আমিনের মৃত্যুতে না.গঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বার্তায় এ শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান।

শোক বার্তায় তারা উল্লেখ করেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি
পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় নিয়োজিত ছিলেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি। এছাড়াও শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

RSS
Follow by Email