সাংবাদিক রিয়াজের হামলার ঘটনায় এনইউজে’র নিন্দা
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একাত্তুর টিভির প্রতিনিধি রিয়াজ হোসেন রিয়াজের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৮ মে) সংগঠনের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বুধবার রাত আটটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত কাজ করছিলেন সাংবাদিক রিয়াজ। এসময় ৪-৫ জন যুবক এসে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসিরা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে রিয়াজের শরীর থেঁতলে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক রিয়াজকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সাংবাদিক রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি।’
জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।