সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

সাংবাদিক রাশেদকে অপহরণের চেষ্টা: ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ

লাইভ নারায়ণগঞ্জ: অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ মেইলের নির্বাহী সম্পাদক মো. রাশেদুল ইসলামকে অপহরণের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে ফতুল্লা প্রেসক্লাবের মাসিক সভায় এই নিন্দা জানানো হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সেলিম মুন্সি, পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান,সাংস্কৃতিক সম্পাদক প, ম আজিজ, কার্যকরি সদস্য মো. সেলিম হোসেন।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ফতুল্লা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ মেইলের নির্বাহী সম্পাদক মো. রাশেদুল ইসলামকে অপহরণের চেষ্টার ঘটনাটি খুবই নিন্দনীয়। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

RSS
Follow by Email