শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

সাংবাদিক রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এনইউজের নিন্দা ও ক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসনে রবিনকে সিদ্ধিরগঞ্জের মাছ ব্যবসায়ি হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। সোমবার (১৯ আগস্ট) সন্ধায় জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা প্রকাশ করা হয়।

বার্তায় ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন বলেন, ‘সাংবাদিক বিল্লাল হোসেন রবিনকে জড়িয়ে যে মিথ্যা মামলা করা হয়েছে এটি একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিকের জন্য সম্মানহানিকর। বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য জড়িয়েছেন। অবিলম্বে এই মামলা থেকে নিজ দায়িত্বে তার নাম প্রত্যাহার করানোর জন্য জোর দাবী জানাচ্ছি।’

RSS
Follow by Email