বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
Led05গণমাধ্যম

সাংবাদিক মাসুমের জন্মদিন পালন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী এবং দৈনিক ‘খবরের পাতা’র সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন পালন করেছেন তাঁর সহকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় আলম খান লেনে তাঁর নিজ বাসভবনে এই আনন্দঘন আয়োজন করা হয়।

মাসুমের সহকর্মীরা জন্মদিনের কেক নিয়ে তাঁর বাসভবনে উপস্থিত হন এবং নিচতলায় স্বল্প পরিসরে কেক কাটা উৎসবের আয়োজন করা হয়। “মাসুম ভাইকে জন্মদিনের শুভেচ্ছা” লেখা কেকটি কাটার সময় সমবেত কণ্ঠে ভেসে আসে “হ্যাপি বার্থডে টু ইউ” সুর। মাসুমও হাসিমুখে একে একে সবার মুখে কেকের টুকরো তুলে দেন।

এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হাসান আরিফ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজ, পিএনএনটিভি’র সম্পাদক নাফিজ আশরাফ, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, এবং যমুনা টিভি’র স্টাফ রিপোর্টার আমির হুসাইন স্মীথ।

উল্লেখ্য, মাহবুবুর রহমান মাসুম ১৯৫৮ সালের ২১ জুলাই শীতলক্ষ্যার পূর্ব তীরে অবস্থিত বন্দরের মাহমুদ নগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবু বকর সিদ্দিক ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিষ্ঠাতা সদস্য এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি।

RSS
Follow by Email