বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়ে

সাংবাদিক মাসুদের মা’র মৃত্যুতে না.গঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য আবু সাউদ মাসুদের মা সুফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

গত বৃহষ্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সুফিয়া সুলতানা (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুম্মা নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান সিটি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

RSS
Follow by Email