সাংবাদিক ব্যবসায়ী সবাই মিলে এই না.গঞ্জকে গড়ে তুলবো: এসপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনসহ সকলকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। শুধু রমজান মাস না, প্রতিটা মাসেই যাতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা করবো। সাথে আপনাদেরও সহযোগীতা কামনা করছি।
সোমবার (১০ মার্চ) পালকি কনভেনশন সেন্টারে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ব্যবসায়ীরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে গড়ে তুলবো, এতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে গঠনমূলক দাবি ও গঠনমূলক সমালোচনা যাতে করি। সবাই সবার সাথে মিলে মিশে চলবো।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। এ সময়‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মীম শরৎ গ্রুপ’র চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দান, কোষাধ্যক্ষ কাজী ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক জাফর ইহমেদ প্রধান প্রমুখ।