বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
গণমাধ্যমজেলাজুড়েসদর

সাংবাদিক বিল্লালের ওপর হামলায় এনজেটিজেএ’র নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ হামলার ঘটনায় জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বিবৃতিতে অবিলম্বে হামলাকারিদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। আহত সাংবাদিকের দ্রুত সময়ে বিল্লালের সুস্থ্যতা কামনা করেন তারা।

প্রসঙ্গত, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে পপুলার ডায়াগনেষ্টিক সেন্টারে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়।

RSS
Follow by Email