বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
গণমাধ্যমজেলাজুড়েসদর

সাংবাদিক বিল্লালের উপর হামলায় জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। হামলার শিকার সাংবাদিক একই সংগঠনের সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেন বয়সে তরুণ হলেও সে খুবই একনিষ্ঠ, নির্ভীক ও একজন সাহসী সাংবাদিক। দীর্ঘদিন ধরে সে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সুনামের সাথে নারায়ণগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছে। একজন তরুণ সাংবাদিকের উপর এমন সন্ত্রাসি হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যের পক্ষ থেকে আমরা হামলাকারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা নারায়ণগঞ্জের সকল
পেশাদার সাংবাদিককে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

RSS
Follow by Email