শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গণমাধ্যমজেলাজুড়ে

সাংবাদিক বিল্লালের উপর হামলায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানায়।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেন বয়সে তরুণ হলেও সে খুবই একনিষ্ঠ, নির্ভীক ও একজন সাহসী সাংবাদিক। দীর্ঘদিন ধরে সে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সুনামের সাথে নারায়ণগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছে। একজন তরুণ সাংবাদিকের উপর এমন সন্ত্রাসি হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা হামলাকারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি।

RSS
Follow by Email