রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
গণমাধ্যম

সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞ‌প্তি: দৈনিক ইয়াদ প‌ত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত‌্যু‌তে শোক প্রকাশ ক‌রে‌ছেন নারায়ণগঞ্জ সি‌টি প্রেসক্লাব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকা‌লে এক বিবৃ‌তিতে সংগঠন‌টির সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন গভীর শোক প্রকাশ ক‌রেছেন। একই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স ইন‌স্টি‌টিউটে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ইহকাল ত‌্যাগ ক‌রেন। বাদ আছর ডি আই টি জা‌মে মসজিদে ১ম জানাজা আর বাদ এশা কাশিপুর ঈদগাহ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হয়ে‌ছে। প‌রে পাইকপাড়া বড় কবরস্থা‌নে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

মৃত‌্যুকা‌লে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বর্তমা‌নে তার দুই ছে‌লেসহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন। নারায়ণগঞ্জের সাংবাদিক জগতে তোফাজ্জল হোসেন একজন সাহসী ও সজ্জন ব্যাক্তি ছিলেন। তি‌নি জীবনের শেষ সময়টা পর্যন্ত সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

RSS
Follow by Email