সোমবার, মে ১৯, ২০২৫
Led03গণমাধ্যম

সাংবাদিক জিসানের জামিন আবেদন, আবারও নাকচ

লাইভ নারায়ণগঞ্জ: আটক হওয়া তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিনের আবেদন করলেও তা নাকচ করেছেন আদালত। সোমবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে দ্বিতীয় দফায় জামিন আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে তা নাকচ করে দেন বিচারক।

সাংবাদিক জিসান ও তার পরিবারের সদস্যের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন, অ্যাডভোকেট শাহীন মাহমুদ, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু ও অ্যাডভোকেট আবু রায়হান।

শুনানি শেষে এড. আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মামলার ভেতরে তথ্যগত যে ত্রুটি রয়েছে, যেমন, পুলিশ মামলায় ৩৩৩ ধারা দিলেও পুলিশের গ্রিভিয়াস হার্টের কথা উল্লেখ করলেও তার সাথে সাপোর্টিং কোনো মেডিকেল রিপোর্ট নাই। তাছাড়া, জিসান সাংবাদিক, জুলাই আন্দোলনে তার এবং তার চাচা ফুড ব্লগার শওকত মিথুনের ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকা ছিল। বিষয়টি আমরা আদালতে দ্বিতীয় দিনের মতো উপস্থাপন করেছি। আদালত জামিন আবেদন মঞ্জুর না করলেও তিনদিনের মধ্যে পুলিশকে গ্রিভিয়াস হার্টের মেডিকেল রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার পুলিশের মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পুনরায় শুনানি হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ মে) রাত এগারেটায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। রাতভর চেষ্টারপর শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ এসপি অফিসে। যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন। গ্রেপ্তারের পর আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় মামলা দায়ের করার পর অভিযান শুরু করে পুলিশ। এরপর অভিযানে সদরের শহীদ নগর ১নং গলির এলাকার বাসিন্দা হানিফ, তার ছেলে জিসান ও শওকত মিথুনকে আটক করা হয়। এরপর গত ১৪ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতেও জামিনের আবেদন করেন আইনজীবীরা। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

RSS
Follow by Email