বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েবন্দর

সাংবাদিক কিবরিয়ার মায়ের মৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাবের শোক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থানা প্রেসক্লাবের সদস্য সাজিদ হোসেন কিবরিয়ার মাতা কিরন নেছা(৪৫)আর নেই। ৩ জুলাই (বুধবার) সকাল ৯টায়। কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশাস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….রাজিউন।

মৃত্যুকালে তিনি স্বামী ও ১ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া জানান,তার মা কিরন নেছা বেগম দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার বাদ যোহর ২নং মাধবপাশাস্থ আল মদিনা জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ আছর তার জন্মস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। কিবরিয়ার মায়ের মৃত্যুতে বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদককসহ সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ জানিয়েছেন। তারা মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।

RSS
Follow by Email