বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

সাংবাদিক কাদেরীর মাতা আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(এনইউজে)’ র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সাঈদ কাদেরীর মাতা জাহানারা বেগম (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা তিন পুত্র, দুই কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। নগরীর সনাতন পাল লেন এলাকার বাড়ীতে রাতে মরদেহ নেয়া হলে বিভিন্ন মানুষ ছুটে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। ফকিরটোলা জামে মসজিদে বুধবার ২৮ অগাস্ট বুধবার বাদ জোহর মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক,রাজনীতিক, সাংবাদিক, মুসুল্লী, স্বজনরা অংশ নেন।

নগরীর মাসদাইর সিটি কবরস্হানে এরপর তাকে সমাহিত করা হয়। জানাযার আগে জ্যেষ্ঠপুত্র আবু সাঈদ কাদেরী মুসল্লী ও স্বজনদের নিকট মায়ের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

RSS
Follow by Email