সাংবাদিক কাজী ইসলাম মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার, দোয়ার আহ্বান
লাইভ নারায়ণগঞ্জ: ৫ ডিসেম্বর নগরীর গলাচিপা ডিএন রোড এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার ৩৬ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৮ সালের এই দিনে সকলকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন।
মরহুম কাজী নূর হোসেন মিয়া দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার পিতা।
মরহুম কাজী নূর হোসেন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পুত্র কাজী মো. ইসলাম মিয়ার তত্ত্বাবধানে গলাচিপা নুর হোসেন হাক্কানী হাফিজিয়া মাদ্রাসায় সকাল থেকে কোরআন তিলাওয়াত ও দোয়া শেষে এতিমদের মাঝে নেওয়াজ বিতরন করা হবে। মরহুমের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয়স্বজন ও শুভাকাঙ্খীদের বাদ যোহর তার গলাচিপা বাসভবনে উপস্থিত থাকার অনুরোধ করেছেন কাজী মো. ইসলাম মিয়া।