রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

সাংবাদিক কবি সুমন মাহবুব’র মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক কবি সুমন মাহবুব শনিবার দুপুরে নারায়গঞ্জের নিজ বাসায় ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

আজ এক শোকবার্তায় নারয়াণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বলেন, “সাংবাদিক কবি সুমন মাহবুব এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে তিনি ছিলেন আপোষহীন। পতিত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক গণতন্ত্র হরণ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের গণবিরোধী আচরণের বিরুদ্ধে তিনি সবসময়ই ছিলেন সোচ্চার। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। অবৈধ আওয়ামী সরকারের রক্তচক্ষু’র কাছে তিনি কখনোই মাথানত করেননি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

RSS
Follow by Email