মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
গণমাধ্যমজেলাজুড়েফতুল্লা

সাংবাদিক কবিরের ভাইয়ের ইন্তেকাল

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রউজিউন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ স্ট্রোক করে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে দুনিয়া ত্যাগ করেছেন। সোমবার ফতুল্লার মুসলিম নগর এলাকায় বাদ মাগরিব তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর এনায়েতনগর কবরস্থানে মনিরুলে ইসলামকে দাফন করা হবে।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, আমার ভাই বেশ কয়েক দিন অসুস্থ্য থাকার পর সুস্থ হয়ে উঠেছিলেন। আজ ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন। আমার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন।

RSS
Follow by Email