সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led05গণমাধ্যম

সাংবাদিক ইকবাল রুমি ডেঙ্গু আক্রান্ত

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত ১২ দিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি বর্তমানে বিশ্রামে আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি নারায়ণগঞ্জসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, তার অসুস্থতার খবর শুনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

RSS
Follow by Email