সাংবাদিক আরিফের বাবার মৃত্যুতে এনজেটিজেএ‘র শোক
লাইভ নারায়ণগঞ্জ: সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলার চিত্র সাংবাদিক আরিফ হোসেনের বাবা হাজী মো. আলী হোসেন ইন্তেকাল করেছেন। তার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)।
মঙ্গলবার (১৩ মে) রাতে এক বার্তায় এ শোক জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এর আগে একইদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন আলী হোসেন। মরহুম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বার্তায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।