বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গণমাধ্যম

সাংবাদিক আখতারে হোসেনের মায়ের মৃত্যু বার্ষিকী পালন

লাইভ নারায়ণগঞ্জ: আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশনের (সোআফ) আয়োজনে সাংবাদিক আখতারে হোসেনের মায়ের মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে উত্তর লক্ষন খোলা কবরস্থান মরহুমার কবর জিয়ারত ও কবরস্থান সংলগ্ন কড়ই তলা মদীনাতুল উলম মাহমুদিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করানো হয়। এরপর বাদ যোহর মরহুমার ছোট ছেলে সাংবাদিক এম আখতার হোসেনের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষন খোলা মুন্সী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোহাম্মদ মহিউদ্দিন জাওজি ও দক্ষিণ লক্ষন খোলা সোমবারিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাজী মোঃ আতিকুল্লাহ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন(সোআফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আখতার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, দক্ষিন লক্ষনখোলা হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতি রঃ পাক দরবার শরীফের সন্মানিত মোতোয়াল্লী হাজী মোঃ দেলোয়ার হোসেন শাহ্ চিশতি,উত্তর লক্ষন খোলা মুন্সী বাড়ি জামে মসজিদ কমিটির উপদেষ্টা আব্দুল লতিফ মিয়া,মদিনাতুল উলুম মাহ্ মুদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ শাকিল আহাম্মেদ,মরহুমার ভাগিনা ক্কারী মোঃ আবুল খায়ের,সিনিয়র সাংবাদিক দৈনিক শীতলক্ষা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ ইমতিয়াজ আহাম্মেদ,মরহুমার মেঝো মেয়ের জামাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা মোঃ মঞ্জুর আহাম্মেদ, মরহুমার মেঝ পুত্র সিলেট হযরত শাহ্ পরান ইয়ামেনী রঃ মাজার শরীফের খাদেম মোঃ নুরুল ইসলাম, মরহুমার নাতনী জামাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাবু,দক্ষিন লক্ষন খোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন,মুন্সি বাড়ি জামে মসজিদ কমিটির প্রচার সম্পাদক মোঃ চান বাদশা,হাফেজ হযরত হাসান খলিল শাহ্ চিশতি রঃ পাক দরবার শরীফ পরিচালনা কমিটির সহ- কোষাধ্যক্ষ মোঃ শাহ্ আলী, স্থানীয় তরুন সমাজ সেবক ডাঃ মোঃ মামুন মোল্লা, বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব বিপিএসসির কোষাধ্যক্ষ মোঃ রাসেল হোসেন মামুন,বিপিএসসির ফুটবল সম্পাদক কৃতি ফুটবলার মোঃ সুহেল হোসেন সুগার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

RSS
Follow by Email