বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বন্দর

সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগে ২জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর মোটরসাইকেল চুরি মামলায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, এখনো পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার রিফাত (২৪) এবং বন্দর র‍্যালি আবাসিক এলাকার সোহান (২০)। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী তার পেশাগত কাজ শেষে বন্দর খানবাড়ি মোড়ের নিজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ফ্ল্যাটে যান। এ সময় ওৎ পেতে থাকা চোরের দল কৌশলে বাড়িতে প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পুলিশ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে চুরি করার কথা স্বীকার করেছে। তবে চুরি করা মোটরসাইকেলটি কোথায় আছে, সে বিষয়ে তারা এখনো কোনো তথ্য দেয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email