শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led03গণমাধ্যম

সাংবাদিকদের প্রতি জীবনের আহ্বান, ‘যখন লিখবেন নিরপেক্ষ হয়ে লেখেন’

লাইভ নারায়ণগঞ্জ: প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ফ্যাসিস্ট জমানায় সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না। দল বাজ মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। আন্দোলনের সময় আমার গাড়িতে সংবাদপত্রের নাম থাকায় সেই গাড়ি ভাঙচুর হয়। মানুষ সাংবাদিকদের দেখতেই পারতো না। তবে এখন লেখার স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা যখন লিখবেন আপনারা যেন নিরপেক্ষ হয়ে লেখেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন তিনি।

এসময় রফিকুল ইসলাম জীবন আরও বলেন, বিএনপির আমলে আমরা হাত খুলে লিখেছি। তৎকালীন এমপি গিয়াস উদ্দিন, আবুল কালাম তাদের নাস্তানাবোধ করে ছেড়েছি। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা সেভাবে মুক্তভাবে লিখতে পারিনি। মুক্তভাবে আমাদের মাসুদ ভাই লিখতে গিয়ে ১৭-১৮টি মামলা খেয়েছে এবং তার পত্রিকাও বন্ধ হয়েছে। মাসুম ভাইকে রাজাকারের বাচ্চা ছাড়া কথাই বলত না তারা। সাংবাদিকদের বিরুদ্ধে এরকম হতো কারণ তারা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতো। বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিক ভাই অত্যান্ত ভালো মানুষ। বিগত প্রেসক্লাব নির্বাচনে সে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। প্রতিদ্বন্দ্বী হওয়া সত্বেও সে নির্বাচনের দিন আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার মত সৎ নিষ্ঠা সাংবাদিক আমাদের দরকার।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, নারায়নগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, অনলাইন নিউজ পোটাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

RSS
Follow by Email